
দেশে অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন আদৌ সম্ভব কি না— এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে গভীর রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।
চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন,
“কাদের জন্য নির্বাচন পেছানো হচ্ছে? কে এতে লাভবান হচ্ছে? এখনই প্রশ্ন উঠছে—আগামী নির্বাচনও কি প্রভাবিত হবে না?”
আমীর খসরু জানান, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তিনি আরও বলেন,
“রমজান মাস, শিক্ষাপরীক্ষা, বৈরী আবহাওয়া—সব মিলিয়ে এরপর নির্বাচন করা কঠিন হবে। তাই নির্বাচন সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরে করা সম্ভব।”
তিনি অভিযোগ করে বলেন,
“যারা নির্বাচন পেছানোর জন্য চাপ দিচ্ছে, সেই চাপ বা প্রভাব থেকে সরকার মুক্ত হয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না—সেই নিয়েও এখন সন্দেহ রয়েছে।”