সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট বাধ্যতামূলক, ৩১ জুলাই শেষ সময়সীমা

সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট বাধ্যতামূলক, ৩১ জুলাই শেষ সময়সীমা

দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২৫ সালের ৩১ জুলাইয়ের মধ্যে নিজেদের নামে ওয়েবসাইট তৈরি কিংবা পুরনো ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো নিজস্ব ওয়েবসাইট তৈরি করেনি বা তৈরি করলেও দীর্ঘদিন ধরে তথ্য হালনাগাদ করেনি। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে জাতীয় তথ্য বাতায়নের আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয়কে ওয়েবসাইট তৈরি ও নিয়মিত হালনাগাদ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়তি ব্যয় এড়াতে আলাদা ওয়েবসাইট না করে জাতীয় তথ্য বাতায়নের নির্ধারিত ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে হবে।

প্রতিটি ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করতে হবে:

  • প্রতিষ্ঠান পরিচিতি
  • পাঠদানের অনুমতি ও স্বীকৃতি সংক্রান্ত তথ্য
  • শ্রেণিভিত্তিক ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
  • অনুমোদিত শাখা
  • শিক্ষক ও কর্মচারীর তালিকা
  • পাঠ্যসূচি ও পাঠদানের রুটিন
  • এমপিও সম্পর্কিত তথ্য
  • যোগাযোগের নম্বর
  • তথ্যসেবা কেন্দ্রের ঠিকানা
  • অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে—ওয়েবসাইটের ঠিকানা www.emis.gov.bd -এর DSHE/EMIS–এর IMS মডিউলে নির্ধারিত সময়ের মধ্যেই আপলোড করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *