বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

রাজধানীর বাড্ডায় আলোচিত আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির বাড্ডা থানা।

গত ৮ জুলাই ২০২৫ তারিখে বাড্ডা থানা পুলিশ অভিযুক্ত নূরাকে গ্রেফতার করে এবং আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে রিমান্ডে তার দেয়া তথ্য অনুযায়ী ১৩ জুলাই রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পূর্ব আনন্দনগরের হাওলাদার বাড়ির পেছনে একটি কংক্রিটের বস্তার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গত ৮ মে রাত ১১টার দিকে পূর্ব আনন্দনগরের ভূঁইয়াবাড়ী ২৬ নম্বর কলোনি মোড়ে মো. আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। নূরা এবং তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে পরিকল্পিতভাবে আনোয়ারের পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ১৫ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, নূরার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *