
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত করতে এবং নির্বাচন পিছিয়ে দিতে মিটফোর্ডে পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা এবং খুলনায় সাবেক যুবদল নেতার হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট হয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়।” তিনি মিটফোর্ডে ঘটানো মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেন, সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, নিহত যুবদল কর্মীকে উদ্দেশ্য করে বিএনপির বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। “যারা নির্বাচন পেছাতে চায়, তাদের উদ্দেশ্য গণতন্ত্র নয়,” মন্তব্য করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, “স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যারা এ পথে বাধা দেবে, তাদের নাম ইতিহাসে স্বৈরাচারের সহযোগী হিসেবে লেখা হবে।” তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীদের সতর্ক করে বলেন, দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা ভুলে যাওয়া যায় না।
সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উন্মুক্ত গণতন্ত্র পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমী সহ অন্যান্য নেতৃবৃন্দ।