
কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথম দিন ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সৌদি আরব ও কুয়েতের আকাশে চাঁদ মাত্র ৮ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে। এতে খালি চোখে চাঁদ দেখা কিছুটা কঠিন হবে, তবে অসম্ভব নয়।
সংস্থাটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে।
তারা জানান, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। তবে দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদ অস্ত যাবে, যার ফলে ওইসব দেশগুলোতে ঈদুল ফিতর ৩০ মার্চ শুরু হবে না। কিছু দক্ষিণপূর্ব এশীয় দেশ এবারে সৌদি আরবের সঙ্গে রমজান শুরু করেছে, তবে তারা সম্ভবত ৩০টি রমজান পূর্ণ করবে।
কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও জানিয়েছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর প্রধান শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। তবে, রমজানের সমাপ্তি এবং ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা প্রতিটি দেশের চাঁদ দেখা কমিটি নিজ নিজ দেশে প্রদান করবে।
এর আগে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল ভিন্ন তথ্য। তারা জানিয়েছিল, এবারের শাওয়াল মাসের চাঁদ ৩০ মার্চ আরব আমিরাতে দেখা যাবে এবং ৩১ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। গ্রুপটি বলেছে, “আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।”
যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর হয়, তবে ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়, এরপর ১ মার্চ থেকে শুরু হয় এই মহিমান্বিত মাস। সাধারণত, মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সুতরাং, এবার বাংলাদেশে ১ এপ্রিল ঈদ পালন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমিরাত ও সৌদিতে ২৯ মার্চ চাঁদ দেখা যায়, তাহলে পরদিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে।