আজ শুক্রবার, ২৩ মে ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—এর যৌথ উদ্যোগে বগুড়ায় অনুষ্ঠিত হলো “তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” শীর্ষক সেমিনার।

বিকেলে বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এই সেমিনারে রাজশাহী ও রংপুর বিভাগের তরুণ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সেমিনারের আলোচ্য বিষয় ছিল “কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের দায়িত্ব ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক সংগঠনের নেতারা বলেন, দেশের কৃষি, পরিবেশ ও নাগরিক সেবার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা জানতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।