সিপিইসি প্রকল্পে যুক্ত হচ্ছে আফগানিস্তান, বেইজিংয়ে চীন-পাকিস্তান-তালেবান বৈঠক

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) সম্প্রসারিত করে তাতে আফগানিস্তানকে যুক্ত করার বিষয়ে একমত হয়েছে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিরা। এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় গতকাল বুধবার বেইজিংয়ে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকে।

বৈঠকে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আলোচনায় অংশ নিয়ে তারা আফগানিস্তান পর্যন্ত সিপিইসি প্রকল্প সম্প্রসারণে সম্মত হন, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জাপানের সংবাদ সংস্থা এনএইচকে জানায়, এ উদ্যোগ আঞ্চলিক যোগাযোগ, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। আফগান প্রতিনিধিরা জানান, তাদের দেশ চীন ও পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানকে সিপিইসি’র আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে চীন ও পাকিস্তান ইতোমধ্যে নীতিগত সম্মতি দিয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করাসহ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, যদিও তালেবান সরকারকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি চীন ও পাকিস্তান, তবুও দুই দেশ আফগানিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক ধীরে ধীরে গভীর করছে। ২০২৩ সালে চীন কাবুলে একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখেছে।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানকে এই অর্থনৈতিক করিডরে যুক্ত করার মাধ্যমে চীন দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিজের প্রভাব আরও বাড়াতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *