রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ হাসান-এর জানাজা। আন্দোলনের এক সক্রিয় কর্মী হিসেবে পরিচিত হাসান বুলেটের আঘাতে নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব হাশনাত আবদুল্লাহ।
ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, “জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া হাসান ছিলেন আমাদের সহযোদ্ধা। তিনি বুক টানটান করে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।”
তিনি আরও দাবি করেন, “এত রক্ত আর প্রাণের বিনিময়ে যদি ন্যায়বিচার নিশ্চিত না হয়, তবে তা শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান। আমরা হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্চার। এই বিচার না হওয়া পর্যন্ত কেউ দায়মুক্তি পেতে পারে না।”
হাসনাত আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা। বিচার দাবি করলেই দীর্ঘসূত্রিতা ও যুক্তির আশ্রয় গ্রহণ মেনে নেওয়া যায় না। বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না।”
তিনি জানাজাকে কেবল বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন এক শপথের সূচনা হিসেবে উল্লেখ করেন। “এই বিদায় আমাদের কাছে প্রতিশ্রুতির মতো—আমরা ভুলব না, থামব না,” বলেন তিনি।
শহীদ হাসান ছিলেন জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ, যিনি আন্দোলনের চূড়ান্ত সময় পর্যন্ত সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ছিলেন।
