অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রীর একান্ত সচিবের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রীর একান্ত সচিবের বিরুদ্ধে মামলা

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্ম মন্ত্রী মতিউর রহমানের (PS) একান্ত সচিব ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০০-এর ২৬(২) এবং ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধানে মো. আবুল কালাম আজাদের মোট ১৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৬৩ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে তার বৈধ আয় ছিল ৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৩২ টাকা। বাকি সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে মো. আবুল কালাম আজাদ ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *