
রংপুর নগরের মডার্ন মোড়ে স্থাপিত ঐতিহাসিক ‘অর্জন’ ম্যুরালের একটি অংশে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বৃহস্পতিবার রাতে কালো রঙ ও স্প্রে ক্যান দিয়ে মুছে দেওয়া হয়েছে। কাজটি করেন ২০২৫ সালের জুলাই আন্দোলনে আহত কয়েকজন ছাত্রনেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের একটি বিম লিফটার ব্যবহার করে ঘটনাস্থলে পৌঁছান আহত শিক্ষার্থীরা। ছবি উঁচুতে থাকায় কয়েকবার ব্যর্থ হওয়ার পর তাঁরা কাঠের মাথায় কাপড় জড়িয়ে তাতে কালো রঙ ও স্প্রে ব্যবহার করে ছবিটি ঢেকে দেন।
ছাত্রনেতা রাকিবুল ইসলাম ও প্রিন্স আহমেদ (পলাশ) এই কাজের নেতৃত্ব দেন। তাঁরা বলেন, “সরকারের স্বৈরাচারী প্রতীকের প্রতিরোধ হিসেবে ছবিটি মুছে দেওয়া হয়েছে। আগে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এ বিষয়ে উদ্যোগ নিতে বলেছিলাম, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তাই আমরাই কাজটি করেছি।”
উল্লেখ্য, ‘অর্জন’ ম্যুরালটি ১৯৯৯ সালে উদ্বোধন করা হয়, যার উচ্চতা প্রায় ৩৫ ফুট। এতে ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরের গণঅভ্যুত্থানের মুহূর্ত চিত্রায়িত হয়েছে। বঙ্গবন্ধুর ছবিটি বাদে মুক্তিযুদ্ধের অন্য অংশ অক্ষত রয়েছে।