
সিলেট শহরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করে শেষ পর্যন্ত নিজেই গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। আজ ১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে রিপন মিয়া (৩৩) নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে, টিলাগড় সরকারি কলেজের সামনে আফজল ও তার কয়েকজন সঙ্গী তার মোবাইল ফোন ও টাকা ছিনতাই করেছে।
সংবাদ পাওয়ার পরপরই শাহপরাণ থানার ডিউটিরত পুলিশ অফিসার পিএসআই মেহেদী আহমেদ একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। রিপনের দেওয়া তথ্যমতে তারা এক গ্যারেজের সামনে কর্তব্যরত নিরাপত্তাকর্মী জুনেদ মিয়াকে খুঁজে পান। রিপন তাকে দেখেই হামলা চালান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে থানায় নিয়ে আসে।
পরে রিপন থানায় লিখিত অভিযোগ দেন, যাতে জুনেদ মিয়া, আফজল এবং আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তবে তার বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করে।
তদন্তে উঠে আসে, মূলত ঘটনার সময় রিপন ও আফজল সেখানে মোবাইলে জুয়া খেলছিলেন। জুয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে নিরাপত্তাকর্মী জুনেদ তাদের সেখান থেকে সরিয়ে দেন। এরপর প্রতিশোধ নিতে গিয়ে রিপন ৯৯৯-এ ফোন দিয়ে ভুয়া ছিনতাইয়ের অভিযোগ করেন।
জিজ্ঞাসাবাদে রিপন অবশেষে স্বীকার করেন, কোনো ছিনতাই ঘটেনি এবং তিনি প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগ করেছিলেন। পুলিশ নিশ্চিত হয় যে ঘটনা ছিল সম্পূর্ণ সাজানো। ফলে রিপন মিয়াকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।