ক্রিকেট মাঠে উত্তপ্ত মুহূর্ত: রিপনকে ধাক্কা, এনটুলির অশোভন আচরণে হতবাক সবাই

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে উত্তেজনাকর এক পরিস্থিতির সৃষ্টি হয় দ্বিতীয় দিনের সকালে। বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডলের সঙ্গে ধাক্কাধাক্কি এবং হেলমেট টানাটানিতে জড়িয়ে পড়েন প্রোটিয়া পেসার টিপেসু এনটুলি।

ঘটনাটি ঘটে বাংলাদেশ ইনিংসের ১০৫তম ওভারে। এনটুলির প্রথম বলেই ছক্কা হাঁকান রিপন। ওই শটে মেজাজ হারিয়ে ফেলে মুখে-মুখে তর্কে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। একপর্যায়ে এনটুলি এগিয়ে গিয়ে রিপনকে ধাক্কা দেন এবং হেলমেট ধরে টানাটানি করেন। উত্তপ্ত এই পরিস্থিতি সামাল দেন মাঠে থাকা আম্পায়ার ও দুই দলের ক্রিকেটাররা।

ঘটনার পরও শান্ত হতে দেখা যায়নি এনটুলিকে। বারবার রিপনের দিকে তেড়ে যান তিনি এবং হাতের ইশারায় কিছু বলে যাচ্ছিলেন। পরে আরও দুই প্রোটিয়া খেলোয়াড় এসে রিপনের সঙ্গে কথা বলেন।

এই ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংসে ৩৭১ রান সংগ্রহ করে। রিপন করেন ৮১ বলে ৪৩ রান, তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তাকে শেষ পর্যন্ত আউট করেন এনটুলি।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল এবং ওয়ানডে সিরিজে জিতে ট্রফি ঘরে তোলে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *