আইপিএল শিরোপা উদযাপনে ভয়াবহ পদদলিত, নিহত ১১: দায়ে অভিযুক্ত ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি

আইপিএল শিরোপা উদযাপনে ভয়াবহ পদদলিত, নিহত ১১: দায়ে অভিযুক্ত ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি

প্রায় দুই দশক পর আইপিএলের শিরোপা জয়ের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য। শিরোপা জয়ের পর ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে আয়োজিত বিজয় উদযাপনে বুধবার জড়ো হয় প্রায় ৫০ হাজার মানুষ। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলায় পদদলিত হয়ে মারা যান অন্তত ১১ জন, আহত হন আরও অর্ধশতাধিক।

এই মর্মান্তিক ঘটনার জেরে ব্যাঙ্গালুরু পুলিশ ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, আয়োজক ইভেন্ট কোম্পানি ডিএনএ, এবং কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছে। কুবন পার্ক থানায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এফআইআর করা হয়।

স্থানীয় হাইকোর্টও এই ঘটনায় স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপরই পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করে।

ঘটনার পর ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় এবং আহতদের পাশে থাকার আশ্বাস দেয়। একইসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে অনেকেই বিরাট কোহলিদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেন, বাইরে যখন এই ভয়াবহ ঘটনা ঘটছিল, তখন স্টেডিয়ামের ভেতরে উদযাপনে ব্যস্ত ছিলেন খেলোয়াড়রা। সাবেক ক্রিকেটার মদন লাল এর বিরুদ্ধে সরাসরি মামলা করার দাবি তুলেছেন। কপিল দেবও এই ঘটনায় আয়োজকদের দায়িত্বহীনতা নিয়ে তীব্র সমালোচনা করেন।

বিরাট কোহলি পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে লিখেছেন, “ভাষা হারিয়ে ফেলেছি, বলার মতো অবস্থায় নেই। খুব ভয় পেয়েছি।”

সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন জানান, কোহলি এই ঘটনার সময় বাইরে কী ঘটছে তা জানতেন না। তারপরও সমালোচনার মুখে পড়েছেন তিনি ও তার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *