পাহাড়ে বর্তমানে শজনের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

পাহাড়ে বর্তমানে শজনের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

পাহাড়ে শজনেগাছ থেকে সংগ্রহ করা ডাঁটাগুলো বাছাই করা চলছে

শজনেগাছ রোপণের দুই বছরের মধ্যেই এর ডাঁটা সংগ্রহ করা যায়। আগে মূলত পাতা সবজি হিসেবে ব্যবহারের জন্য দু-একটি গাছ লাগানো হতো। তবে এখন শজনেডাঁটার জনপ্রিয়তা বাড়ায় পাহাড়ে বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে। একবার রোপণ করলে গাছ কমপক্ষে ৩০ বছর ফলন দেয় এবং এর পরিচর্যার প্রয়োজনীয়তা তুলনামূলক কম। শজনেডাঁটার বাজারমূল্য প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা। পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে পাইকারেরা শজনেডাঁটা সংগ্রহ করে দেশের নানা প্রান্তে সরবরাহ করেন।

ওজন করার পর আলাদা আলাদা করে রাখা হচ্ছে শজনেডাঁটা

পাহাড়ে বর্তমানে শজনের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বাগানিরা পাহাড় থেকে শজনেডাঁটা সংগ্রহ করে গ্রামে নিয়ে আসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *