সারজিস আলম : নূরুল হক নূরের উপর হামলার মূল কারণ ‘প্ল্যান-বি’

সারজিস আলম : নূরুল হক নূরের উপর হামলার মূল কারণ 'প্ল্যান-বি'

সারজিস আলম তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্টে দাবি করেছেন যে “প্ল্যান-বি” এর মাধ্যমে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই নুরুল হক নূরের উপর বর্বর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আলম তাঁর পোস্টে বলেছেন, “প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলে-মিশে একাকার।” তিনি আরও বলেন, এই হামলার মূল কারণ হলো জাতীয় পার্টির বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটি “শক্ত বার্তা” দেওয়া। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও সমানভাবে অপরাধী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, “আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী।” তিনি জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন।

নূরুল হক নূরের উপর হামলার বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সারজিস আলম। তিনি বলেন, “আর্মি কখনো উপরের নির্দেশ ছাড়া একটা পা ও ফেলে না।” তিনি সেনাপ্রধানের কাছে জানতে চেয়েছেন যে কার নির্দেশে নূরকে রক্তাক্ত করা হয়েছে এবং সেনাবাহিনীর মধ্যে কারা জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে। একই সাথে, তিনি পুলিশের মধ্যে থাকা আওয়ামী লীগ সমর্থক দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সারজিস দৃঢ়ভাবে বলেছেন যে, যারা এই “কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে” তাদের হাত ভেঙে দেওয়া হবে। তিনি এই হামলাকে স্বাভাবিক হামলা হিসেবে দেখছেন না এবং এটিকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধার উপর একটি পরিকল্পিত হামলা হিসেবে আখ্যায়িত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *