জাতীয়তাবাদী কৃষকদল-যশোর জেলার নোয়াপাড়া পৌর শাখার সভাপতি তরিকুল ইসলামকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘটিত এই পৈশাচিক ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে “লোমহর্ষক, বর্বরোচিত ও কাপুরুষোচিত” বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও, এখনও আওয়ামী দোসররা দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। যারা জনগণের বিজয় মেনে নিতে না পেরে খুন-খারাবির মতো পৈশাচিক কর্মকাণ্ডে মেতে উঠেছে। তরিকুল ইসলামের মতো নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা সেই ষড়যন্ত্রের জঘন্য বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “যদি সন্ত্রাসীদের দমন করে আইনশৃঙ্খলা নিশ্চিত না করা হয়, তাহলে দেশ আবারও অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে। তাই এই ধরনের নৃশংস ঘটনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে।” তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অপরদিকে, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলও এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, “এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন নেতাকে নয়, পুরো কৃষকদল ও গণতন্ত্রকামী জনগণকে আঘাত করেছে।” তারা দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
নেতৃবৃন্দ নিহত তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।