জাতীয় নির্বাচন নিয়ে ‘অস্পষ্টতা’ ও ‘ঘোলাটে পরিস্থিতি’ বন্ধ করে দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত এবং দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা ছাড়া ‘পতিত স্বৈরাচার’ মোকাবেলা সম্ভব নয়।
শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এনডিএম-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি নির্বাচনের রোডম্যাপ ও তারিখ ঘোষণা করার জন্য। কিন্তু সরকার কৌশলে বিষয়টিকে সংস্কারের মোড়কে পিছিয়ে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকারি সিদ্ধান্তহীনতার কারণে দেশের রাজনীতিতে অস্থিরতা বাড়ছে। রাস্তায় মানুষ নানান দাবিতে প্রতিবাদ করছে। এমন অস্থিরতা চলতে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।”
তারেক রহমান অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে প্রাণ হারানো শহীদদের তালিকা আজও চূড়ান্ত করতে পারেনি সরকার। তিনি বলেন, “সরকার কি শহীদদের ব্যাপারে উদাসীন, নাকি ক্ষমতার মোহে অন্ধ?”
এ সময় তিনি উল্লেখ করেন, করিডোর বা বন্দর সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই—এই বিষয়ে জনগণের ভোটে নির্বাচিত সংসদই সিদ্ধান্ত নেবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “দ্রুত সংস্কার করতে গিয়ে রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটছে, ফলে বিপুল ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।”
অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের রাশেদ খানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।