ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা

ভারত বাংলাদেশের তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, জুস ও কনফেকশনারি পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। শনিবার (১৭ মে) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এসব পণ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর কিংবা মহারাষ্ট্রের নাভা শেভা বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। অন্য কোনো স্থলবন্দর দিয়ে এ পণ্যগুলো আর ঢুকতে দেওয়া হবে না।

তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এছাড়া মাছ, এলপিজি, ভোজ্যতেল ও চূর্ণ পাথরের মতো কিছু পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে চীনের বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত এবং ওই অঞ্চলের সমুদ্রপথে একমাত্র ভরসা বাংলাদেশ—এমন মন্তব্য করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপর ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। সর্বশেষ সিদ্ধান্তে আরও কঠোর অবস্থান নিল দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *