আমার পিতাকে বিচারিক ও চিকিৎসাগত হত্যাযজ্ঞের শিকার করা হয়েছে: মাসুদ সাঈদী

আমার পিতাকে বিচারিক ও চিকিৎসাগত হত্যাযজ্ঞের শিকার করা হয়েছে: মাসুদ সাঈদী
পিরোজপুরে কর্মরত মঙ্গলবার সদর উপজেলা পরিষদের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মাসুদ সাঈদী।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিচারিক ও চিকিৎসাগত হত্যার শিকার করা হয়েছে, এমন মন্তব্য করেছেন তাঁর ছেলে মাসুদ সাঈদী। আজ মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় মাসুদ সাঈদী বলেন, ‘যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, তারা অবশ্যই শাস্তি পাবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। যারা আমার বাবাকে হত্যা করেছেন, তারা আওয়ামী লীগের লোক। তারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। তাদের কারণে আমরা বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছি না। সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করব।’

জামায়াতে ইসলামী থেকে পিরোজপুর-১ (সদর-নেছারাবাদ-নাজিরপুর) আসনে মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে তাঁর ভাই শামীম সাঈদীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মাসুদ সাঈদী।

মাসুদ সাঈদী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের রাজনীতিক এবং সাধারণ মানুষের বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ আমাদের নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছে। একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে বিজয়ের পর এ দেশের মানুষের সবচেয়ে বড় বিজয় হচ্ছে চব্বিশের ৫ আগস্টের বিজয়। আমি বা আমাদের সংগঠন পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করি না। সংগঠন যাঁকে যোগ্য মনে করে, তাঁকেই মনোনয়ন দেয়। জামায়াতে ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়নের ঘোষণা দিয়েছে।’

মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, পিরোজপুর পৌরসভার আমির মো. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *