চীন বাংলাদেশের কৃষি ও প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদী সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। ৩১ মে ঢাকায় এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আলোচনায় বসেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। সেখানে স্মার্ট কৃষি ও ড্রোন প্রযুক্তিতে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
বৈঠকে শেখ বশিরউদ্দীন জানান, ড্রোনের সাহায্যে সার ও বীজ প্রয়োগ, কীটনাশক ছিটানো এবং ফসল পর্যবেক্ষণ প্রক্রিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। চীনের অভিজ্ঞতা এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন।
চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু কৃষি নয়, সমুদ্রসম্পদ আহরণ ও মৎস্য খাতেও চীন বাংলাদেশের পাশে থাকতে চায়। আধুনিক ফিশিং জাহাজ ও প্রক্রিয়াকরণ প্রযুক্তি সরবরাহের মাধ্যমে কর্মসংস্থান ও রপ্তানি বাড়ানো সম্ভব।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন—একটি অবাধ বাণিজ্য সম্প্রসারণ এবং অন্যটি ই-কমার্স খাতে সহযোগিতা সংক্রান্ত। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং চীনের পক্ষে ওয়াং ওয়েনতাও।
ওয়াং ওয়েনতাও ২০০ সদস্যের এক ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে তিন দিনের সফরে ঢাকায় আসেন। এই সফরের মাধ্যমে কৃষি ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।