ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ নারী ফুটবল দল ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল প্রথমবার মুখোমুখি হয়।
মিয়ানমারে উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতিস্বরূপ বাংলাদেশ জর্ডানে দুটি ম্যাচ খেলছে। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ১৩৩তম, ইন্দোনেশিয়া ৯৪তম এবং জর্ডান ৭৪তম অবস্থানে রয়েছে।
বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে ৯ শটের মধ্যে মাত্র ৪টি শট লক্ষ্যভ্রষ্ট করে দেয়। বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি শট পোস্টে লেগে গোল হজম এড়ায়। ৩ জুন তারা স্বাগতিক জর্ডানের বিরুদ্ধে খেলবে।