ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া খবরের বিরুদ্ধে আইএসপিআরের প্রতিবাদ।

ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া খবরের বিরুদ্ধে আইএসপিআরের প্রতিবাদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ভারতের কিছু গণমাধ্যমের ভুয়া প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্বেগ

বাংলাদেশ সেনাবাহিনী ভারতের কিছু গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের দ্য ইকোনমিক টাইমসদ্য ইন্ডিয়া টুডে-সহ কয়েকটি সংবাদমাধ্যম একের পর এক মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে, যেখানে সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা ও শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে। আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে, এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে চালানো একটি পরিকল্পিত অপপ্রচার।

আইএসপিআরের প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত শক্তিশালী এবং বাহিনীর সব সদস্য সংবিধান, জনগণ ও নেতৃত্বের প্রতি আনুগত্যশীল।

বিশেষভাবে দ্য ইকোনমিক টাইমস-এর ভূয়া সংবাদ প্রকাশের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএসপিআর। প্রতিষ্ঠানটি মাত্র এক মাস আগেও একই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল। এ ধরনের অনৈতিক সাংবাদিকতা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।

আইএসপিআর সংবাদমাধ্যমগুলোর প্রতি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং সেনাবাহিনী সম্পর্কিত সঠিক তথ্যের জন্য আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলোকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *