
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ফ্যাসিবাদবিরোধী নেতা নুরুল হক নূরের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “ফ্যাসিবাদ উত্তর এই সময়ে” নূরের ওপর এই ধরনের হামলা কোনো যুক্তিতেই মেনে নেওয়া বা সহ্য করা যায় না।
মাওলানা আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের যেকোনো সম্ভাব্য উত্থান রুখে দেওয়া। তিনি জাতীয় পার্টির ভূমিকাকে “ন্যাক্কারজনক” বলে উল্লেখ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আইনি ভিত্তি তৈরিতে তাদের প্রধান ভূমিকা ছিল। তাঁর মতে, ৫ আগস্টের পর জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, কিন্তু তা হয়নি। তিনি আরও বলেন, এখন জাতীয় পার্টির ইস্যুতে নূরের মতো একজন ফ্যাসিবাদবিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা “স্পষ্টত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া।”
ইসলামী আন্দোলনের এই মুখপাত্র বিশ্বাস করেন, এটি মাঠে থাকা সেনা ও পুলিশ সদস্যদের “তাৎক্ষণিক নেওয়া ভুল সিদ্ধান্তের ফল।” তিনি এর জবাবদিহি চেয়েছেন এবং এর পেছনে থাকা মদদদাতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
মাওলানা গাজী আতাউর রহমান সরকারের শীর্ষ কর্মকর্তাদের এ বিষয়ে দ্রুত ও কার্যকর ভূমিকা দেখতে চেয়েছেন। অন্যথায়, “ফ্যাসিবাদের পক্ষে কারা দাঁড়ানোর সাহস করে তা ফ্যাসিবাদবিরোধী শক্তি দেখবে,” বলে তিনি হুঁশিয়ারি দেন।