হজ ব্যবস্থাপনা আরও সাশ্রয়ী করতে পদক্ষেপ অব্যাহত থাকবে : বিমান সচিব

হজ ব্যবস্থাপনা আরও সাশ্রয়ী করতে পদক্ষেপ অব্যাহত থাকবে : বিমান সচিব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, সমন্বিত প্রয়াসের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকে আরও সহজ এবং সাশ্রয়ী করতে পদক্ষেপ অব্যাহত থাকবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সচিব জানান, গত বছরের হজ ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল এবং ৩০ হাজার টাকা বিমান ভাড়া কমানোর মাধ্যমে খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল।

এ বছর হজযাত্রী পরিবহনে যুক্ত অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে আরও সাশ্রয়ী ভাড়া নির্ধারণের চেষ্টা করা হবে। তবে হজের মোট খরচ কমানোর জন্য শুধু বিমান ভাড়া কমানো যথেষ্ট নয়; অন্যান্য চার-পাঁচটি খরচের খাতও বিবেচনায় রাখতে হবে।

এছাড়া হজ ও ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য হজ এজেন্সিগুলোর মনোযোগ আকর্ষণ করেন সচিব। অনুষ্ঠানটি হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত হয়।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, যুগ্ম সচিব (হজ) ড. মোঃ মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশ এর পরিচালক (বিপনন) আশরাফুল আলম, হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং শাহজালাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *