দীর্ঘ ৫৫ মাস পর ফুটবল ফিরেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, আর এই প্রত্যাবর্তন হয়েছে এক দারুণ জয়ের মাধ্যমে। বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। মাত্র ৫ মিনিটেই লাল-সবুজদের হয়ে প্রথম গোলটি করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। অধিনায়ক জামাল ভূঁইয়ার নিক্ষিপ্ত কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান হামজা চৌধুরী, যা ছিল তার বাংলাদেশের হয়ে হোম ডেবিউ গোল।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয়। ম্যাচের ৪৮তম মিনিটে সোহেল রানা প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ-পায়ের একটি জোড়ালো শটে বল পাঠান ভুটানের জালে, যা নিশ্চিত করে দলের দ্বিতীয় ও শেষ গোল।
পুরো ম্যাচজুড়ে বাংলাদেশ দল নিয়ন্ত্রণ ধরে রাখে এবং গোল খাওয়া ছাড়াই জয়ের দেখা পায়। এই আত্মবিশ্বাসী জয় শুধুমাত্র স্টেডিয়ামে উপস্থিত হাজারো সমর্থকদের আনন্দিত করেনি, বরং আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য এটি বড় প্রেরণাও হয়ে উঠেছে।