
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনে অংশ নিতে চান না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। তার ভাষায়, “রাজনীতি মানেই জনগণের কাছে যাওয়া, ভোট চাওয়া। যারা গণতন্ত্র ও ভোটে বিশ্বাস করে না, তাদের রাজনৈতিক দল পরিচালনার অধিকার নেই।”
শনিবার (১৯ জুলাই) চট্টগ্রামের লালখান বাজারে লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির উত্তর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ইতোমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে আলোচনা হয়েছে। সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হবে।”
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে সীমিত উল্লেখ করে তিনি বলেন, “তাদের কাজ শুধু নির্বাচন আয়োজন। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে জনগণই সিদ্ধান্ত নেবে।”
শিক্ষকদের মর্যাদা ও আর্থিক বৈষম্যের প্রসঙ্গে আমীর খসরু বলেন, “শিক্ষকরা সমাজে সম্মানের জায়গায় থাকলেও তারা অর্থনৈতিকভাবে উপেক্ষিত। সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে অযৌক্তিক বৈষম্য বন্ধ করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম টিপু এবং প্রধান বক্তা ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। উদ্বোধন করেন মহাসচিব মো. জাকির হোসেন।