বন্যার্তদের পাশে বিজিএমইএ: ফেনীর দুই উপজেলায় ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ

বন্যার্তদের পাশে বিজিএমইএ: ফেনীর দুই উপজেলায় ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ সংগঠনটির প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিজিএমইএ পরিচালক মজুমদার আরিফুর রহমান ও ড. রশিদ আহমেদ হোসাইনীর নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, মুড়ি, গুড় এবং বিভিন্ন গুঁড়া মসলা।

ত্রাণ কার্যক্রম চলাকালে মজুমদার আরিফুর রহমান বলেন, “পোশাক খাত শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও বিজিএমইএ সবসময় অগ্রণী ভূমিকা রাখে।”

ড. রশিদ আহমেদ হোসাইনী জানান, ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়াবে বিজিএমইএ।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় এবং উপস্থিত এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের কাছ থেকে এই উদ্যোগ প্রশংসা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *