বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
রোববার (১ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চে এই রিট আবেদনটি দাখিল করা হয়। রিটের শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে পারে। আবেদনকারীর পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রিট আবেদনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করা হয়েছে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, “আমরা মনে করছি, ফারুক আহমেদকে বোর্ড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এবং নতুন সভাপতির নিয়োগ আইনগতভাবে যথাযথ হয়নি। তাই আমরা হাইকোর্টে এর বিরুদ্ধে রিট করেছি।”
উল্লেখ্য, বিপিএল সংক্রান্ত এক সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং পরিচালনা পর্ষদের নয় সদস্যের মধ্যে আটজনের অনাস্থা বিবেচনায় এনে জাতীয় ক্রীড়া পরিষদ গত বৃহস্পতিবার গভীর রাতে ফারুক আহমেদের বোর্ড পরিচালকের মনোনয়ন বাতিল করে। এর ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদও হারান।
পরদিন শুক্রবার বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।
এখন আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট অঙ্গন, কারণ এটি বিসিবির ভবিষ্যত নেতৃত্বে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।