সাবেক রাজউক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকার, তার স্ত্রী গাজী রেবেকা রওশন, সাবেক বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল এবং তার স্ত্রী সোমা ইসলামের ব্যাংক হিসাব ও শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মো. ছিদ্দিকুর ও তার স্ত্রীর নামে ১৩টি বিও একাউন্টে বিপুল পরিমাণ শেয়ার রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর এবং সঞ্চয়পত্রে উল্লেখযোগ্য পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে, যেগুলো বিদেশে পাচারের চেষ্টা চলছে বলে সন্দেহ করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা জরুরি।
একইভাবে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের নামে সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকে মোট ৬ কোটি ২০ লাখ ৫ হাজার ৯৬৩ টাকা রয়েছে। অনুসন্ধানে জানা যায়, তারা এই অর্থ নগদায়ন করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এজন্য দুদক তাদের ব্যাংক হিসাবও জব্দের আবেদন করে, যা আদালত অনুমোদন দিয়েছেন।