চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় মরিজ লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। সোমবার (১৯ মে) দুপুর থেকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, মাসের পর মাস বেতন না পেয়ে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।