অবশেষে ভারতে শাকিবের ‘দরদ’ মুক্তি পেল

‘দরদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান – ছবি: পরিচালকের অনুমতিক্রমে

মুক্তির তিন মাস পর ভারতের প্রেক্ষাগৃহে আসছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় এই সিনেমাটি প্রথম মুক্তি পায় ২০২৩ সালের ১৫ নভেম্বর। মুক্তির আগে নির্মাতা একাধিকবার দাবি করেছিলেন, এটি একটি ‘প্যান ইন্ডিয়ান’ চলচ্চিত্র, যা বাংলাদেশসহ ভারতের বিভিন্ন ভাষায় একই দিনে মুক্তি পাবে। তবে বাস্তবে তা ঘটেনি। একদিন তো নয়ই, বরং দীর্ঘ তিন মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ভারতে মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ একটি পোস্টে লিখেছে, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’ তবে সিনেমাটি শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পাবে নাকি ভারতের অন্যান্য রাজ্যেও প্রদর্শিত হবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

‘দরদ’ সিনেমার গল্পে দেখা যায়, বারানসিতে একের পর এক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন, যা সবাইকে বিস্মিত করে। এই ঘটনার সন্দেহের তীর গিয়ে পড়ে দুলু মিয়ার ওপর। এরপর কী ঘটে, তা নিয়েই এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমার কাহিনি। ছবিটিতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব ও রাজেশ শর্মা।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। কাহিনি ও চিত্রনাট্যও তিনি নিজেই লিখেছেন। ছবির প্রযোজকদের মধ্যে রয়েছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। হিন্দি সংস্করণের সহপ্রযোজক হিসেবে যুক্ত আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে রয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

সিনেমার সংগীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে এতে মোট সাতটি গান রয়েছে। হিন্দি গানের কথা লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ, আর বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *