২০ মে ২০২৫, গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কলের মাধ্যমে এই তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধানমন্ডি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে ১৫-২০ জন ব্যক্তি জড়ো হয়ে জোর করে প্রবেশের চেষ্টা করছিলেন। পুলিশের উপস্থিতিতেও তারা উত্তেজিত আচরণ করে এবং মো. গোলাম মোস্তফা নামের একজনকে আটকের দাবি জানায়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ও ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে আটক তিনজনকে মুচলেকা নিয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে জানায়, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাশত করা হবে না। তারা সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি বা ব্যক্তিস্বার্থে আইন ভঙ্গ করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
