অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অনুভব করা যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক হলেও এর আরও উন্নতির প্রয়োজন রয়েছে। আগে কোনো ঘটনা ঘটলে, যেমন বনশ্রীর ঘটনাটি, তা জানতে দুই দিন লেগে যেত। কিন্তু এখন তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে।
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছোটখাটো ঘটনা অতীতেও ঘটেছে এবং সাম্প্রতিক দিনগুলোতেও ঘটছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের কোনো ঘটনা পুনরায় ঘটুক। আজ রাত থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়বে, সেটি আপনারা প্রত্যক্ষ করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনীকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরে কখনোই সাংবাদিকদের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো বলে উল্লেখ করা হয়নি। তিনিও যখন সাংবাদিকতা করতেন, তখন এমন কিছু লেখেননি।
বনশ্রীর স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, আগে এ ধরনের ঘটনা জানতে দুই দিন লেগে যেত, কিন্তু এখন তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে। এ কারণেই অনেকে মনে করছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে।