উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণমিছিল, শিক্ষা ভবনের সামনে বাধা।

deshibarta-upadeshta
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রা শিক্ষা ভবন পর্যন্ত পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় অংশগ্রহণকারীরা বাধা অতিক্রমের চেষ্টা করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোচ্ছিল। তবে বেলা তিনটার দিকে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এ সময় শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা বাধা সরিয়ে ফেললেও সচিবালয়ের দিকে এগোতে পারেননি। পরে তারা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে বেলা সোয়া দুইটার দিকে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ গণপদযাত্রা ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত হয়েছে। এতে জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ, সব ঘটনার দ্রুত বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবি জানানো হয়।

পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়নবিরোধী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ‘পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান উচ্চারিত হয়।

এর আগে শহীদ মিনারে সমবেত হয়ে তরুণ ও শিক্ষার্থীরা কর্মসূচির মূল ব্যানার এবং বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ড তৈরি করেন। এসব পোস্টার-প্ল্যাকার্ডে লেখা ছিল—‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’, ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’, ‘আমরা জন্ম থেকে শহীদ’, ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই’—এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগান।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা বলেছেন, গণ-অভ্যুত্থানের পর যেভাবে একটি উন্নত বাংলাদেশ আশা করা হয়েছিল, তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ ঘটছে, তাতে ঘরে বসে থাকার সুযোগ নেই, কারণ ঘরেও নিরাপদ অনুভব করা যায় না। তাই তারা রাজপথে নেমেছেন।

পদযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। উপদেষ্টার নেতৃত্বে থাকা পুলিশও নির্লিপ্ত। এ অবস্থায় নারীরা অনিরাপদ। তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।”

4o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *