মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
মুক্তিযুদ্ধ জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর কক্ষে আগুন লাগে। আগারগাঁও, ঢাকা, ১০ মার্চ , ছবি অনলাইন

ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের নিরাপত্তা বৃদ্ধি করার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

সোমবার, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী পক্ষে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে তাঁরা বলেন, “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের বিরুদ্ধে যে আঘাত হানা হচ্ছে, তাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ওপর হামলা এবং এর দলিলাদি ধ্বংসের পরিকল্পনা হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।”

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট তারজেল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের নিরাপত্তা আরও বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত ইতিহাস ও দলিলাদি যদি কেউ ধ্বংস করে, তবে তার দায়দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *