
ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের বসুন্ধরা সিটি শপিং মল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ ঢাকার একটি শপিং মলে তাঁর এক সহযোগীর সঙ্গে ঘোরাঘুরি করছিলেন। এ সময় চট্টগ্রামের এক ব্যক্তি তাঁকে চিনতে পারেন এবং আশপাশের লোকজন জড়ো করে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে সাজ্জাদকে গ্রেপ্তার করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন রাতে দেশিবার্তা কে জানান, শপিং মলে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে সাজ্জাদকে আটক করে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে তাঁকে চট্টগ্রামে পাঠানো হবে।
পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৭টি মামলা রয়েছে। গত বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আনিস, কায়সার ও আফতাব উদ্দিন নামে তিনজন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলায়ও তিনি অভিযুক্ত।
জানা গেছে, গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। তবে পরের মাসের শুরুতেই তিনি জামিনে মুক্ত হন। সাজ্জাদ হোসেন বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারী উপজেলার শিকারপুর এলাকার মো. জামালের ছেলে।
গত ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ ঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হন।
গত ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন। পরদিন নগর পুলিশ কমিশনার তাঁর ধরপাকড়ের জন্য পুরস্কারের ঘোষণা দেন।