চাঁপাইনবাবগঞ্জে ফ্রিজ কিনে ক্যাচ কার্ড ঘষে গরু জিতলেন আসরাফুল ইসলাম!

সানাউল ইসলাম সোহাগ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, দেশীবার্তা, ৩১মে২০২৫, শনিবার।

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিজ কিনে ক্যাচ কার্ড ঘষে গরু জিতলেন আসরাফুল ইসলাম!
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিজ কিনে ক্যাচ কার্ড ঘষে গরু জিতলেন আসরাফুল ইসলাম!

চাঁপাইনবাবগঞ্জ সদরের মহিপুর বাজারে অবস্থিত ঢাকা ইলেকট্রনিক্সের শো-রুম থেকে মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ কিনে স্ক্রাচ কার্ড ঘষে একটি গরু জিতে নিলেন সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের বাসিন্দা আসরাফুল ইসলাম।
আজ ৩১ মে শনিবার বিকাল ৪ টায় আসরাফুল ইসলামকে একটি আস্ত গরু তুলে দেন মাই অন মিনিস্টার গ্রুপের কর্মকর্তা এবং ঢাকা ইলেকট্রনিক্সের প্রোপাইটার মাইনুল ইসলাম বাচ্চু।

মিনিস্টার হাই-টেক পার্কের আয়োজিত “মাই অন মিনিস্টার – ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন” ক্যাম্পেইনের আওতায় তিনি এই আকর্ষণীয় পুরস্কার লাভ করেন। শুধু তাই নয়, তিনি ফ্রিজের সঙ্গে পেয়েছেন একটি ফ্যানও, যা দিয়েছে ঢাকা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ। মাই অন মিনিস্টার ফ্রিজ কেনার হাম্বা জিতুন এ অফারটি চলবে জুন মাস পর্যন্ত।
পুরস্কার গ্রহণ করে আসরাফুল ইসলাম বলেন, “আমি কখনো ভাবিনি ফ্রিজ কিনে এমন বড় উপহার পাবো। গরু পেয়ে আমি অনেক খুশি। মিনিস্টার ও ঢাকা ইলেকট্রনিক্সকে ধন্যবাদ জানাই।”
এ সময় ঢাকা ইলেকট্রনিক্সের প্রোপাইটার মাইনুল ইসলাম বাচ্চু জানান, গ্রাহকদের আনন্দ দিতে ও ঈদের আগমুহূর্তে বিশেষ অফার হিসেবে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে। ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে মিনিস্টার ফ্রিজ কিনলেই থাকছে ক্যাচ কার্ডে গরু, টিভি, ফ্যানসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *