
বরগুনায় জেলা নির্বাচন অফিসের হিসাব শাখা নামক একটি রুমে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এতে পুরাতন ভোটার তালিকা, কিছু ব্যালট বাক্স, কম্পিউটার, ফ্রিজ ও অন্যান্য অফিস সামগ্রী পুড়ে যায়।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান জানান, নৈশ প্রহরী পর্দা টানার সময় অফিসের পরিচ্ছন্নতাকর্মী কাজ করছিলেন। হঠাৎ একটি রুম থেকে শব্দ শোনায় তারা বিষয়টি দেখতে গিয়ে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ওই রুমের ফাইলপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। অন্য রুমগুলো ধোঁয়ায় ভরে যায়।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, আগুন স্টেশনের কাছাকাছি হওয়ায় দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন শুধু হিসাব শাখায় সীমাবদ্ধ ছিল এবং মূল স্টোরের মালামাল অক্ষত ছিল।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানার জন্য তদন্ত প্রয়োজন হবে।