
বিএনপিকে চাপ প্রয়োগ করে কোনভাবেই বিপাকে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে “গ্রাফিতি অঙ্কন” অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল নিজ হাতে রঙতুলি দিয়ে ক্যানভাসে চিত্র এঁকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “জুলাই-আগস্ট বিপ্লব আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে দেশের স্বার্থই সবার আগে। কারো কাছে মাথানত করব না।”
তিনি আরও বলেন, “যদি সত্যিকার অর্থে দেশের পরিবর্তন চান, তবে জনগণের কথা শুনতে হবে। জানতে হবে ভ্যানচালক কী চায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা কতটা উন্নত হয়েছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এ প্রয়াস।”
সংস্কার নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “যারা বারবার সংস্কারের কথা বলছেন এবং রাজনৈতিক দলগুলোর দিকে অভিযোগের আঙুল তুলছেন, তারা প্রকৃত চিত্র বুঝতে পারছেন না। বিএনপি সব সময় গঠনমূলক সংস্কারের পক্ষে কাজ করছে, এবং সব দলকে নিয়েই এগিয়ে যেতে চায়।”
অনুষ্ঠানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নও বক্তব্য রাখেন।