বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নেতৃত্ব বদলের সম্ভাবনা জোরালো হচ্ছে। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবে দায়িত্ব ছাড়ার চিন্তা করছেন বলে জানা গেছে। তার স্থলে আসতে পারেন সাবেক অধিনায়ক ও বর্তমানে আইসিসির কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।
বিশ্বস্ত সূত্র বলছে, সম্প্রতি ফারুক আহমেদ ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বোর্ডের নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি আলোচিত হয়। যদিও উপদেষ্টার পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি।
বিসিবিতে সরাসরি হস্তক্ষেপ না করতে আইসিসির কড়া নিয়ম থাকায় সরকার চাইলেও সভাপতি বদলানো সহজ নয়। তবে কেউ স্বেচ্ছায় দায়িত্ব ছাড়লে সে ক্ষেত্রে আপত্তি থাকে না।
গুঞ্জন আছে, আইসিসিতে মেয়াদ শেষের পর আমিনুল ইসলাম তিন মাসের জন্য দায়িত্ব নিতে পারেন। নিজেও তিনি বলেছেন—দেশের প্রয়োজনে স্বল্প সময়ের জন্য যেকোনো দায়িত্বে প্রস্তুত।