
করোনা মহামারির সময় সরকার প্রণোদনা হিসেবে কারখানামালিকদের ১ লাখ ৫০ হাজার কোটি টাকা দিলেও শ্রমিকেরাその সুবিধা পাননি। এই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, তা জানতে চেয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। সংগঠনটি অবিলম্বে শ্রমিকদের বকেয়া মজুরি, চলতি মাসের মজুরি এবং ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)-এর সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস এই দাবি জানান। বিবৃতিতে তারা শ্রমিকদের মজুরিসহ ন্যায্য পাওনা বকেয়া রাখার নানা ছলচাতুরী বন্ধের আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারকে প্রণোদনার অর্থের স্বচ্ছ হিসাব নেওয়ার অনুরোধ করেন।
বিবৃতিতে বলা হয়, মালিকেরা শুধু শ্রমিকদের মজুরি বকেয়া রাখেননি, ব্যাংকঋণ ও গ্যাস-বিদ্যুৎ বিলের টাকাও পরিশোধ করেননি। এছাড়া, কারখানাগুলোতে বাধ্যতামূলকভাবে প্রতিটি শ্রমিককে নিয়োগপত্র প্রদান, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ এবং সপ্তাহ শেষে শ্রমিকদের ন্যায্য মজুরি পরিশোধের দাবি জানানো হয়েছে।