বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় বিসিবি পরিচালকদের সভার পর এক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার রহমান।
সেই সভায় সহসভাপতি পদে নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহার নাম চূড়ান্ত হয়। গতকাল রাতেই জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন বাতিল করার পর আজ বিকেলে আমিনুলকে বিসিবির পরিচালক করা হয়। এরপর সন্ধ্যায় বোর্ড সভায় তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল ইসলাম জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডেতে খেলেছেন। তাঁর নেতৃত্বেই ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলেছিল। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে দেশে কোচিং শুরু করেন তিনি এবং পরে অস্ট্রেলিয়ায় পরিবারসহ বসবাস শুরু করেন।
গত এক দশক ধরে আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন আমিনুল। বিসিবিতে যোগদানের আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। এছাড়া আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর আইসিসির সঙ্গে চুক্তি আগামী মাসে শেষ হবে।
গত আগস্টে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমূল আবেদীন। শুরুতে ফারুক আহমেদ সভাপতি হন, তবে ৯ মাসের মাথায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়।
গত বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করে তাঁকে পদত্যাগের আহ্বান জানান। ফারুক পদত্যাগ না করার পর বিসিবির ৮ পরিচালক এনএসসিতে চিঠি দিয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা জানান। রাতেই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিলের ঘোষণা দেয়, ফলে তিনি সভাপতি পদও হারান।
নতুন সভাপতি আমিনুল আগামী অক্টোবর পর্যন্ত বিসিবির দায়িত্ব পালন করবেন।