
সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা, সাবেক মেয়র তাহসিন বাহার সুচনার নামে থাকা ১৭টি ব্যাংকে থাকা ৫৩টি একাউন্ট থেকে প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকা জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির অর্থনৈতিক অপরাধ তদন্ত ইউনিট জানায়, এই অর্থ বিভিন্ন দেশে পাচার, হুন্ডির মাধ্যমে সংগ্রহ, কমিশন গ্রহণ, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জব্দকৃত অর্থের পরিমাণ নির্দিষ্টভাবে ১৭,৩৯,৯৭,৬০০ টাকা। ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত ৮ জুলাই ২০২৫ তারিখে এই ব্যাংক হিসাবগুলো জব্দ করার আদেশ দেন।
অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে তদন্তের অগ্রগতি এবং সম্পৃক্ত অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে সিআইডি জানিয়েছে।