
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দু’দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ ও দক্ষিণ এশিয়ার মানুষের জীবনমান উন্নয়নে এ দু’দেশ একসাথে কাজ করতে পারে। তবে এ সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য পারস্পরিক সম্মান, মর্যাদা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি।
উপদেষ্টা আরও বলেন, পাকিস্তানের প্রধান বিশ্ববিদ্যালয় ও বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সুযোগ থাকলে তারা উচ্চশিক্ষা লাভ করতে পারবে। কুরআন, হাদিস, ফিকহ, আকিদা, আখলাক ও তথ্যপ্রযুক্তি শিক্ষা বিষয়ে বৃত্তি দিলে মাদ্রাসা শিক্ষার্থীরা উপকৃত হবে এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।
এসময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।