
বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে। শনিবার (৩০ আগস্ট) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী‘ নিয়মিত টহল কার্যক্রমে থাকাকালে তাদের উদ্ধার করে।
নৌবাহিনী জানিয়েছে, মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন এলাকায় ট্রলারটি ভাসমান অবস্থায় ছিল। নৌবাহিনীর রাডারে ট্রলারটিকে বিপদগ্রস্ত হিসেবে শনাক্ত করা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন, ট্রলারটির ইঞ্জিন বিকল হওয়ায় জেলেরা টানা দুই দিন ধরে সাগরে ভাসছিলেন এবং তাদের কাছে খাদ্য ও পানিও ছিল না।
তাৎক্ষণিকভাবে নৌবাহিনী ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। বর্তমানে ১২ জন জেলেই সুস্থ আছেন। জানা যায়, গত ১৫ আগস্ট মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিল ট্রলারটি। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হওয়ায় তারা ভেসে বেড়াচ্ছিলেন।
বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর যুদ্ধজাহাজ জেলে ও ট্রলারটিকে টেনে নিরাপদে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে ‘বিসিজিএস আত্রাই’-এর কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় নিয়োজিত এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।