
জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে দল-মতের ঊর্ধ্বে উঠে একটি সম্মিলিত রাষ্ট্র সংস্কারের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছে এবি পার্টি। সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সানী আবদুল হক।
তিনি বলেন, “এই সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের মতপার্থক্য থাকলেও একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। দলীয় এজেন্ডা আগলে রাখলে ঐক্য গঠন সম্ভব হবে না। রাষ্ট্রের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে, এক্ষেত্রে সব দলেরই দায়িত্ব রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার এবং ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।
ব্যারিস্টার সানী আরও বলেন, “যেখানে একমত হওয়া সম্ভব নয়, সেখানেও রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে একটি সমন্বিত সিদ্ধান্তে আসার প্রয়োজন রয়েছে। অতীতেও বড় বড় রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে দেখা গেছে।”
সভায় সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সম্পর্কেও আলোচনা হয় বলে তিনি জানান। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে একটি পূর্ণাঙ্গ সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা হয়, যাতে প্রায় সব দল একমত হলেও ২-১টি দল ভিন্নমত পোষণ করেছে।