শহীদদের স্মরণে এবি পার্টির মৌন মিছিল, ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যের আহ্বান

শহীদদের স্মরণে এবি পার্টির মৌন মিছিল, ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যের আহ্বান

২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ রাজধানীতে মৌন মিছিল করেছে এবি পার্টি। বিকেল ৫টায় বিজয় একাত্তর চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার।

প্রসঙ্গত, ২৪-এর এই দিনে নির্বিচারে গুলি চালিয়ে বহু আন্দোলনকারীকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “হাসিনার সরকারের নির্দেশে ৪৭ জন ভাইবোন শহীদ হয়েছিলেন, শুধু গুলিই নয়, আহতদের চিকিৎসাও বন্ধ করে দেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “আজকে বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, যা গণআন্দোলনের আত্মত্যাগের সঙ্গে প্রতারণা। ফ্যাসিবাদকে ঠেকাতে এখনই জাতীয় ঐক্য প্রয়োজন।”

এ সময় তিনি উল্লেখ করেন, এবি পার্টির একটি মিছিল প্রেসক্লাবের সামনে গেলে পুলিশের গুলিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ কেন্দ্রীয় নেতারা আহত হন। পরে মঞ্জুকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুল হালিম খোকন, সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন প্রমুখ।

প্রতীকী মৌন মিছিলটি বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল, বিজয়নগর, কাকরাইল ও পল্টন হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *