গোপালগঞ্জে কারফিউ শিথিল: তিন ঘণ্টার স্বস্তিতে শহরে কিছুটা প্রাণচাঞ্চল্য

গোপালগঞ্জে কারফিউ শিথিল: তিন ঘণ্টার স্বস্তিতে শহরে কিছুটা প্রাণচাঞ্চল্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় চলমান কারফিউ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য শিথিল করা হলে গোপালগঞ্জ শহরে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে আসে। শহরের বিভিন্ন রাস্তায় ইজিবাইক, অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেলের চলাচল দেখা গেছে। জরুরি প্রয়োজন নিয়ে মানুষ বের হয়েছেন বিভিন্ন গন্তব্যে।

লঞ্চ ঘাট সংলগ্ন সড়ক ও আশপাশের কিছু দোকান খোলা থাকলেও বড় মার্কেট ও অধিকাংশ বাজার বন্ধ রয়েছে। বিশেষ করে ফল ও সবজি বিক্রেতারা দুশ্চিন্তায় রয়েছেন। দোকান খোলার সুযোগ না পেয়ে বহু কাঁচা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে।

ফল ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, “তিন দিনে প্রায় ৩০ হাজার টাকার ফল নষ্ট হয়েছে। আজ মাত্র তিন ঘণ্টার জন্য দোকান খুলতে পেরেছি। এতে তেমন বিক্রি হয়নি। বাকিগুলোও নষ্ট হওয়ার শঙ্কা আছে।”

কারফিউ শিথিল থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি বজায় রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় সশস্ত্র সদস্যদের টহল দিতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *