সিলেটের জালালাবাদ থানার পুলিশ একটি সাহসিকতাপূর্ণ অভিযানে ছিনতাই হওয়া ট্রাকসহ ১০ বস্তা শুটকি মাছ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটে গত ৩১ মে সকাল ৯টার দিকে। হবিগঞ্জগামী একটি ট্রাক লামাকাজী থেকে ৮২ বস্তা শুটকি মাছ (বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা) পরিবহন করছিল। পথিমধ্যে ট্রাকটি জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী পয়েন্টে পৌঁছালে ৬–৭ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলে এসে ট্রাকটিকে আটকায়। চালক কাউছার আহমদ (২৬) এবং হেলপার রানা (২৭)-কে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জালালাবাদ থানা পুলিশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। দুপুর ১১টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন নবাবরোড এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাকসহ দুই অভিযুক্তকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১০ বস্তা শুটকি মাছ।
গ্রেফতারকৃতরা:
- সাইদুল হক (২৭) — কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বাসিন্দা।
- আরজান মিয়া (২৩) — কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার বাসিন্দা।
তাদের উভয়ের বর্তমান ঠিকানা সিলেট শহরের ঘাসিটুলা এলাকায়।
উদ্ধারকৃত মালামাল:
- শুটকি মাছ: ১০ বস্তা (বাজারমূল্য আনুমানিক ৪৮,০০০ টাকা)
- ট্রাক (রেজি: সিলেট-মেট্রো-ড-১১-০২৯৭): আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা
ঘটনার পর ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম (২৫) বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০১/৭২, তারিখ: ০১/০৬/২০২৫)। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী ২০১৯)-এর ৪/৫ ধারায় মামলাটি রুজু হয়।
আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।