নারায়ণগঞ্জে সন্দেহভাজন অবস্থায় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসী আটক

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ফরাজীকান্দা এলাকা থেকে শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে পুলিশ রজনী আক্তার টুসী নামের এক নারীকে আটক করেছে। আটককৃত টুসী ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা এবং ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেত্রী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, টুসী গত তিন মাস ধরে ফরাজীকান্দার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন এবং নিজের পরিচয় গোপন রেখেছিলেন। এলাকার মানুষ বিষয়টি নিয়ে সন্দেহে পড়লে তারা টুসীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

আটকের সময় তার ঘর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উদ্ধার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং টুসীকে আটকের ভিডিও ক্লিপ ব্যাপকভাবে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে টুসী ‘জয় বাংলা’ স্লোগান দিলে স্থানীয়রা ও ছাত্র-জনতা তার বিরোধিতা শুরু করে। এসময় বিএনপিপন্থি কিছু নেতাকর্মী পাল্টা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, টুসী মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন একটি বাড়ির নিচতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। তার অবস্থান সম্পর্কে ছাত্র ও স্থানীয়রা জানতে পারলে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *